পঞ্চান্ন হাজার পাঁচশ বর্গমাইল
কোটি কোটি জনতার ঢল
স্বাধীনতা মানে এই উচ্ছ্বাস
এতো ষড়যন্ত্র তবু হয়নি বিফল
শত্র“রা পরাজিত বিজয়ী বাংলায়
মুজিব ছাড়া আর কে তাকে সামলায়
আজও সে আছে থাকবে আগামীতেও
বাংলাদেশ আজ বিশ্বে সফলময়
লাল সবুজের পতাকার ভেতর
আমাদের স্বপ্নের সোনালী দিগন্ত
আমরা বেঁচে আছি সুন্দর আগামী
পৌঁছুবো লক্ষ্যে আসুক না দ্বন্দ্ব
ফেরব না পেছনে লড়বই লড়ব
সোনার বাংলা গড়বই গড়ব
২০২১ থেকে ২০৪১
দেশ গড়াই আজ আমাদের কর্ম
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি
গানে গানে মুখরিত বাংলার জনপথ
এইভাবে রচিত হবে আগামীর গতিপথ
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি
গানে গানে মুখরিত বাংলার জনপথ
এইভাবে রচিত হবে আগামীর গতিপথ
আমি কিংবা আমরা সবাই রাজপথে
হাতে হাত রেখে চলছি একসাথে
ফিরবো না পেছনে এগিয়ে যাবোই
বাংলার মাটিকে আগলে রাখবই
শত্র“রা আজ সাবধান হয়ে যাও
বাধা দিলে সংগ্রাম এ কথা মেনে নাও
বাংলার মাটিতে আর নয় পরাজয়
আগামীর হাতছানি নিদারুন মধুময়
তরুন, তরুনী, বৃদ্ধ, বৃদ্ধা
সবাই একজোট পুরনো যোদ্ধা
নবীন যারা তারাও উদ্দীপ্ত
রাজপথ আজও দারুন উত্তপ্ত
লড়াই চাই না যদি ভালোবাসে
ভালোবেসে বাংলার কাছে আসে
তুমি আর আমি মিলে বাংলার দুই হাত
এভাবে লক্ষ কোটি জনতার মতামত
বাংলা আমাদের আমরাই গড়বো
বাংলাকে গড়তে অকাতরে মরব।।
No comments:
Post a Comment